হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে আলহাজ্ব আব্দুল হালিম তালুকদার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর আল-বান্না বালিকা উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা পরিদর্শন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আল-বান্না বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট রাজনীতিবীদ ও শিক্ষাবীদ অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম তালুকদার।
জানা গেছে, শিশু শিক্ষার্থীদের মেধা বিকাশে ২০০৫ সাল থেকে থেকে আলহাজ¦ আব্দুল হালিম তালুকদার ফাউন্ডেশন ৫ম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। এর ধারাবাহিকতায় এবছরও শনিবার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে টেলেন্টপুল ও সাধারণ গ্রেডে উত্তীর্ণদের সম্মামনা ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক পুরস্কার প্রদান করা হবে।
পরীক্ষাপত্র মূল্যায়ন শেষে আগামি ফেব্রুয়ারী মাসের মধ্যে উর্ত্তীণ শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন, আলহাজ¦ আব্দুল হালিম তালুকদার ফাউন্ডেশনের চেয়ারম্যান, আল-বান্না বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক কেন্দ্রিয় সদস্য সচিব অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম তালুকদার। স্বচ্ছতার ভিত্তিতে ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলহাজ্ব আব্দুল হালিম তালুকদার ফাউন্ডেশনের সেক্রেটারী মো. হুমায়ুন কবির তালুকদার, পরীক্ষা নিয়ন্ত্রক ও আল-বান্না বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত পরীক্ষায় কেন্দ্র পরিদর্শন করেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. তুহিন হায়দার, সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরী অন্যান্য শিক্ষক প্রতিনিধি ও অতিথিরা।
ফম/এমএমএ/