হাজীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

হাজীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে হাজীগঞ্জ  উপজেলা মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম  বীর উত্তম।
হাজীগঞ্জ  উপজেলা  নির্বাহী কর্মকর্তা  মোমেনা আক্তারের সভাপতিত্ব ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন মিলি, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবায়ের সৈয়দ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রাশেদা আক্তার  রোজি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা  ডাক্তার জুলফিকার আলি, নারী উদ্যোক্তা নন্দিতা দাস, কুলসুমা আক্তার, খালেদা আক্তার প্রমুখ।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম