চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে আন্ত:জেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করা হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে রোববার (২৩ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।
এর আগে শনিবার (২২ মার্চ) দিবাগত রাতে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ি গ্রাম থেকে তাদেরকে আটক করে হাজীগঞ্জ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
ডাকাত দলের সদস্যরা হলেন-হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সুদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে খাজা মহিন উদ্দিন (৩০), হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর গ্রামের তোফাজ্জলের ছেলে মামুন (২২), নোয়াখালি জেলার সুধারাম উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক গ্রামের মজিবুল হক আবুল কালামের ছেলে রাকিবুল ইসলাম রাসেল (২৮) ও বেগমগঞ্জ থানার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের ছিদ্দিক উল্যাহ্ স্বপনের ছেলে হৃদয় হোসেন ইমন (২২)।
পুলিশ জানায়, শনিবার দিবাগতর রাত সাড়ে তিনটার দিকে বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামের সিরাজুল ইসলামের বসত বাড়ীর পূর্ব পাশে অনাবাদি জমিতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় পুলিশ ডাকাত দলের সদস্য মো. খাজা মহিন উদ্দিন, মো. মামুন, রাকিবুল ইসলাম রাসেল ও মো. হৃদয় হোসেন ইমনকে দেশীয় অস্ত্র-সস্ত্রসহ হাতে নাতে আটক করে। রাতেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হলে, বিচার তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশনা দেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আটক আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের স্বীকারোক্তিতে অপর ডাকাত দলের সদস্যদের তথ্য যাচাই-বাছাই থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফম/এমএমএ/