চাঁদপুর: সোমবার (৩ মার্চ) আনুমানিক বেলা ১১টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ ইউনিয়নের পিরোজপুর গ্রামে মুন্সী বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মেহেদী হাসান মানিক বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করেন। জেলা প্রশাসক এর নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক ভাবে ঘটনার স্থল পরিদর্শণ করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে নগদ ৬ হাজার টাকা, ১৫ কেজিকরে শুকনা খাবার ( চাল,ডাল, তেল ও মসলা,) খাবার ০২ (দুই)টিকরে কম্বল, মোট ১০টি পরিবারকে বিতরণ করেন।
একই সাথে তিনি ক্ষতিগ্রস্থ পরিবারকে সহমর্মিতা প্রকাশ করেন। পরবর্তীতে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
এ সময় প্রকল্প বাস্তবাায়ন কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানিক হোসেন প্রধানিয়া, সাংবাদিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/