হাজীগঞ্জের মাদকব্যবসায়ী মহসিন ও সাদ্দাম গ্রেফতার

চাঁদপুর: চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে হাজীগঞ্জ ভাটরা এলাকা থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ মো. মহসিন প্রধানিয়া (৩২) ও সাদ্দাম হোসেন নামে দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

চাঁদপুর জেলা মাদকদ্রব্য অধিদপ্তর সূত্রে জানাগেছে, বৈশ্বিক মহামারিতে সামাজিক দুরত্ব বজায় রেখে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৫ নভেম্বর সোমবার ১৬.৩০ ঘটিকা হতে ১৭.০০ ঘটিকায় পর্যন্ত পরিদশর্ক মোঃ মজিবুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম হাজীগঞ্জ থানাথীন ভাটরা গ্রামস্থ ভাটরা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাওলানা মিনি মার্কেটস্থ আসামীর নিজ দখলীয় ভাড়াকৃত এক কক্ষ বিশিষ্ট সেমি পাকা দোকানঘর হতে আসামী মোঃ মহসিন প্রধানিয়াকে ২ কেজি ৩শ’ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এই বিষয়ে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এরপরে সন্ধ্যা ১৮.০০ ঘটিকা হতে ১৮.৩০ ঘটিকা পর্যন্ত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ থানাধীন ভাটরা গ্রামস্থ মাওলানা মিনি মার্কেট এর পিছনে ফাঁকা জায়গায় দন্ডায়মান অবস্থায় আসামী সাদ্দাম হোসেনকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে উপপরিদর্শক মোহাম্মদ মজিবর রহমান বাদীহয়ে হাজীগঞ্জ থানায় অপর একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদক বিরোধী এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম