হাজীগঞ্জ (চাঁদপুর): আসন্ন হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সমানে রেখে হাজী জসিমউদ্দিনের দোয়াত কলম প্রতিকের সমর্থনে গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন ও বড়কুল পূর্ব ইউনয়নে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ মে) বিকেলে দুটি পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ।
পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু ইউছুফ গাজী মোহন, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শরীফ মোল্লা প্রমুখ।
গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. সিরাজুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে, যুগ্ম আহবায়ক দুলাল হোসেন দুলাল ও মো. হোসেন হাজীর যৌথ উপস্থাপনায় পথসভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন হাফেজ মো. কাউছার হোসেন ও গীতা পাঠ করেন সুবাস চন্দ্র দাস।
গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় স্থানীয় নেতবৃন্দের মধ্যে বক্তব্য দেন, আব্দুর রহমান চৌধুরী, দেলোয়ার হোসেন মিজি, নজরুল ইসলাম আঠিয়া, খোরশেদ আলম শোভন, রফিকুল ইসলাম দয়াল, মনির হোসেন মেম্বার, মফিজুল ইসলাম।
বড়কুল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবু তাহেরের সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিবের উপস্থাপনায় রায়চোঁ বাজারে অনুষ্ঠিত পথসভায় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী কবির হোসেন মিয়াজী।
দলীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন শাহ্ এমরান বাচ্চু, আবদুর রব মিয়া, ফারুক হোসেন, হুমায়ুন কবির, হাজী নুরুল ইসলাম, আবু তাহের কোম্পানি, আবদুর রাজ্জাক, নাজির ভূইয়া, মফিজুল ইসলাম, আবদুর রশিদ মেম্বার, সেলিম মিয়া, আলাউদ্দিন খোকন, শাহজাহান মিলিটারি, নুর হোসেন নুরু, ইয়াছিন পাটওয়ারী রাজু প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন রোটা, আবু জাফর মুন্সি, গীতা থেকে পাঠ করেন সঞ্জয় সাহা।
উপজেলা আওয়ামী লীগ নেতা জাকির হোসেন মিয়াজী, সত্য ব্রত ভদ্র মিঠুন, বাবুল পাটওয়ারী, আবু তালেব লিটন, জেলা যুবলীগের সদস্য সোহাগ আহমেদ মাইনু, ইয়াছিন আরাফাত, সহ আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর পূর্বে সকালে হাজীগঞ্জ পৌরসভার ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডে দোয়াত কলম প্রতীকের সমর্থনে গণসংযোগ করেন হাজী জসিমউদ্দিন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আহমাদ খসরু, জেলা যুবলীগের সদস্য সোহাগ আহমেদ মাইনু, মুন্সি মোহাম্মদ মনির, মাহবুবুর রহমান মিলন, শামসুজ্জামান মুন্সি, ১২নং ওয়ার্ড কাউন্সিলর শাহ আলম, তবিউল্যাহ মিয়া, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন মুতা, শাহআলম, কারী সফিউল্যাহ, নজরুল ইসলাম মিলন, ইকবাল মজুমদার, ওমর ফারুক, রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি জসিমউদ্দিন জনি চৌধুরী, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের দাতা সদস্য আজিম মজুমদার, উপজেলা তাঁতী লীগের সভাপতি আলী আজগর, পৌর তাঁতী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুমসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/