হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তেল গ্যাস বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকালে স্থানীয় তারালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে পদযাত্রাটি শুরু হয়ে গন্ধর্ব্যপুর পর্যন্ত এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।
পদযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবদলের সভাপতি মহিনউদ্দিন মাইনুর পরিচালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাবীব উল্লাহ মজুমদার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক আহবায়ক শেখ আব্দুল আহাদ লিয়াকত, যুবনেতা জিসান আহমেদ, ছাত্রদলের সাবেক সভাপতি নেছার আহমেদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল কুদ্দুস, সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা সর্দার, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, যুবনেতা জাহাঙ্গীর সর্দার প্রমুখ। পদযাত্রায় ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/