হাইমচের পাচারকালে নৌকাসহ ১০০ কেজি জাটকা জব্দ

জব্দকৃত জাটকা এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী মাছঘাট এলাকায় পাচারের সময় ১০০ কেজি জাটকাসহ একটি নৌকা জব্দ করা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে চরভৈরবী মাছঘাট এলাকায় জাটকা সংরক্ষণ কার্যক্রম এর আওতায় মৎস্য অধিদপ্তর, হাইমচর ও নীলকমল নৌপুলিশ ফাঁড়ি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযানে মাছঘাট এলাকায় মেঘনা নদী হতে জাটকা পাচারকালে মালিক বিহীন পরিত্যাক্ত অবস্থায় ১টি নৌকা ১২ হর্স পাওয়ার এবং ১০০ কেজি জাটকা জব্দ করা হয়।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতিক্রমে জব্দকৃত জাটকা নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন সিকদার, হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাহবুব রশীদ ও নীলকমল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরির্দশক) মো. জাহাঙ্গীর হোসেনের উপস্থিতিতে দুটি এতিমখানা ও স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

অপরদিকে একই দিন সকালে উপজেলার তেলির মোড় বাজার থেকে বাজার পরিদর্শনকালে ৫ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি ক্রমে স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করেন হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাহবুব রশীদ ও পুলিশ পরির্দশক মো. জাহাঙ্গীর হোসেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম