হাইমচর (চাঁদপুর): মৎস্য সম্পদ রক্ষা ও উন্নয়নে বিশেষ কম্বিং অপারেশন এর তৃতীয় ধাপে হাইমচর মেঘনা নদীতে অভিযান চালিয়ে এক লাখ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।
রবিবার (৩০ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরীর নির্দেশে এই অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।
জব্দকৃত জালগুলো পরবর্তীতে কোস্টগার্ড হাইমচর ইউনিটের পাশে মেঘনা পাড়ে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপজেলা মৎস্য বিভাগের লোকজন ও কোস্টগার্ডের পেটি অফিসার হাসান মো. কায়সার উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/