হাইমচর বন্ধু মহল স্পোর্টিং ক্লাবের সভাপতি গনি, সম্পাদক মনির

হাইমচর (চাঁদপুর): খেলা ধুলার পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবকমূলক কাজে নিয়োজিত হাইমচরের অরাজনৈতিক সংগঠন বন্ধু মহল স্পোর্টিং ক্লাবের নবগঠিত কমিটি ঘোষণা।

আবদুল গনি হাওলাদারকে সভাপতি, গাজী মনিরকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

রবিবার (২৯ অক্টোবর) রাত ৯ টায় উত্তর আলগী ইউনিয়নে বন্ধু মহল স্পোর্টিং ক্লাবে এই নবগঠিত কমিটির নাম গোষণা করা হয়।

কমিটির সভাপতি আবদুল গনি হাওলাদার ও সাধারণ সম্পাদক গাজী মনির, সিনিয়র সহ-সভাপতি সবুজ গাজী, সহ-সভাপতি গাজী জাফর, জি এম অনিক, উজ্জ্বল বেপারী, সাইফুল ইসলাম দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ মিজি, সহ সাধারণ সম্পাদক আরিফ পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জুম্মান গাজী, সহ সাংগঠনিক সম্পাদক রাজন শেখ, ক্রীড়া বিষয়ক সম্পাদক রিয়াদ, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহেল গাজী, কোষাধ্যক্ষ টিটু হোসেন, সহ কোষাধ্যক্ষ হেলাল গাজী, প্রচার সম্পাদক শরীফ হাওলাদার, সহ প্রচার সম্পাদক শাহীন গাজী, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রনি মিজি।

সম্মানিত সদস্যরা হলেন-মনির পাটওয়ারী, আক্তার মিজি, সাদ্দাম গাজী, দুদু ভূইয়া, সেলিম হাওলাদার, ফারুক হোসেন, নাজিম শেখ, নেছার গাজী, রাকিব দেওয়ান, জাহিদ পাটওয়ারী, ফয়সাল হাওলাদার, সোহাগ গাজী, আবু তাহের, হাফেজ গাজী, জনি বেপারী, মাহফুজ গাজী, মোঃ মনির হোসেন, সজীব হাওলাদার, মোঃ তাজুল ইসলাম, সাইফুল গাজী, মাইনুদ্দিন গাজী, মনির গাজী, শ্রাবণ গাজী, শিমন গাজী, রাকিবুল বেপারী,সজীব হোসেন, জিসান গাজী, রিদয় সরকার, আশিক মিজি, সিয়াম মিজি ও আরিয়ান মিজি।
ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম