হাইমচর (চাঁদপুর): চাঁদপুরের হাইমচর প্রেসক্লাবের আয়োজনে অর্থ সংকটে চিকিৎসা বঞ্চিতদের প্রেসক্লাব কার্যালয়ে দন্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেন হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলম।
তিনি বলেন, সমাজের অসহায় মানুষ যারা অর্থের অভাবে দাঁতের চিকিৎসা নিতে পারছে না তাদের জন্য আজকের এ আয়োজন। আমি ধন্যবাদ জানাই ডেন্টাল ডাঃ নাজমুন নাহার মমি আপুকে তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে বিনামূল্যে চিকিৎসা প্রদানে সহযোগিতা করেছেন। আগামীতে তিনি আবার আসবেন এ আশা রাখছি।
বক্তব্য রাখেন ডাঃ নাজমুন নাহার মমি, দৈনিক আদি বাংলা পত্রিকার প্রকাশক আরিফ রাসেল, হাইমচর প্রেসক্লাবে সহ-সভাপতি মোঃ ইসমাইল, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বিনামূল্যে চিকিৎসা সেবার মিডিয়া পার্টনার হিসেবে ছিলো স্থানীয় দৈনিক আদি বাংলা।
ফম/এমএমএ/