হাইমচর জামিলায়ে মহিলা মাদরাসায় বন্যা আশ্রয়ন ভবন নির্মাণ এলাকা পরিদর্শন

হাইমচর (চাঁদপুর): হাইমচর উপজেলার জামিলায়ে মহিলা মাদরাসায় বন্যা আশ্রয়ন ভবন এর স্থান পরিদর্শন করেছেন। ত্রান ও দুর্যোগ ব্যাবস্থা অধিদপ্তরের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোঃ তাশারফ হোসেন ফারাজী ।

রবিবার (২৪ অক্টোবর ) বেলা ১১টায় ভবন নির্মাণ স্থান পরিদর্শন কালে হাইমচর উপজেলার জামিলায়ে মহিলা মাদরাসায় এলাকার বন্যাক্ষতি গ্রস্ত মানুষের জন্য দূর্যোগ মোকাবেলায় আশ্রয়ন প্রকল্পের ভবন নির্মাণ প্রয়োজন বলে এলাকাবাসী দাবী ‍তুলেন।

এসময় এলাকাবাসীর পক্ষে স্থানীয় ইউপি মেম্বার মজিব কবিরাজ বলেন, বন্যার সময় মানুষজনকে দুর্যোগ হতে রক্ষায় প্রস্তাবিত ভবনটি স্থাপন করা জরুরি।

জামিলায়ে মহিলা মাদরাসা সুপার বলেন, মাদরাসায় ৭ শতাধিক শিক্ষার্থী অধ্যায়নরত আছে, শ্রেনী কক্ষ সংকট নিরসনে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী মহোদয় এখানে একটি বন্যা আশ্রয়ন ভবন নির্মাণ প্রস্তাব করেন, ভবনটি বাস্তবায়ন হলে মাদরাসা শিক্ষায় গুনগত মান বৃদ্ধি পাবে।

স্থানীয় ইউপি সদস্য মিন্টু কবিরাজ বলেন, এলাকার মানুষের আশ্রয়ন এর পাশাপাশি শিক্ষার পরিবেশ হবে। প্রস্তাবিত মাদরাসা টি জাতীয় সংসদ, ও স্থানীয় সরকার নির্বাচনে ভোট কেন্দ্র হওয়ায় এখানে ভবনটি প্রয়োজন।

উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বলেন, মাননীয় শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি এর পরামর্শে বন্যায় মানুষ জনকে আশ্রয় দেয়া, মাদরাসা শ্রেনী কক্ষ সংকট নিরসন এর লক্ষে এখানে ভবনটি স্থাপন প্রস্তাব করেছি, ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে।

প্রকল্প পরিচালক মোঃ তাশারাফ হোসেন ফারাজী বলেন, প্রস্তাবিত মাদরাসা এলাকায় আশ্রায়ন প্রকল্পের ভবন নির্মাণ এর  জন্য আমার পক্ষ হতে কোন সমস্যা নেই। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করবো। আমরা পজিটিভলি দেখবো।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, হাইমচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, উঃ আলগী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু মিয়া খান প্রমখ।

ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম