হাইমচর চরভৈরবীতে মা ইলিশ প্রজনন রক্ষায় জনসচেতনতা সভা

হাইমচরে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন জনসচেতনতা মুলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফয়সাল।
হাইমচর (চাঁদপুর): সারাদেশে মা ইলিশের প্রজনন রক্ষায় প্রশাসন ইতিমধ্যে ব্যপক ভূমিকা পালন করছেন। এরই ধারাবাহিকতায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২০২২-২৩ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নায়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম অভিযান উপলক্ষে চাঁদপুর হাইমচরে জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে হাইমচর উপজেলার চরভৈরবী মাছঘাটে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে জনসচেতনতা মুলক সভার আয়োজন করা হয়।
৬নং চরভৈরবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে মৎস্য অফিস ক্ষেত্র সহকারী ইজাজ মাহমুদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফয়সাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাবুর রশীদ, হাইমচর থানা অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো: ফারুকুল ইসলাম, নীলকমল নৌ পুলিশ পাড়ি আইসি হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা চৌকিদার, চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার ও চাঁদপুর জেলা মৎস্যজীবী লীগের সাধারন সম্পাদক মানিক মিয়া দেওয়ান প্রমুখ।
উপজেলা প্রেসক্লাব সহসভাপতি মহসিন মিয়া, উপজেলা প্রেসক্লাব অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক সবুজ হোসাইনসহ মৎস্য ব্যাবসয়ী ও জেলেরা এ সময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

মো. মহসিন মিয়া | ফোকাস মোহনা.কম