হাইমচর চরভাঙ্গা থেকে চাঁদাবাজ ভাসানী গ্রেপ্তার

চাঁদপুর :  চাঁদপুরের হাইমচর উপজেলার চরভাঙ্গা গ্রাম থেকে মো. ভাসানী (৩২) নামে চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, দুপুরে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের উদ্যোগে হাইমচর উপজেলার চরভাঙ্গা গ্রামে তালিকাভুক্ত অপরাধী ও চাঁদাবাজের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চরভাঙ্গা এলাকা থেকে মো. ভাসানী নামে চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ৫০ হাজার টাকা।

পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেপ্তার ব্যাক্তিকে হাইমচর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম