হাইমচর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২৬ ফেব্রুয়ারি

প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

চাঁদপুর:  চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ এর উপলক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
গত ২২ ফেব্রুয়ারী প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. শামছুল ইসলাম মন্টু প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অ্যাড. জসিম উদ্দিন মেহেদী ও সহকারী কমিশনার অ্যাড. জাবির হোসেন।

হাইমচর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে একাধিক প্রার্থী না থাকায় ২২ ফেব্রুয়ারী সকালে হাইমচর উপজেলা বিএনপি বর্তমান আহ্বায়ক মো. আমিন উল্যাহ বেপারী ও সদস্য সচিব মো. মাজহারুল ইসলাম সফিককে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন। ঐদিন দুপুরে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন নির্ব্চন কমিশনার। এসময় সভাপতি পদে মো. আমিন উল্যাহ বেপারী ছাতা মার্কা ও সাধারণ সম্পাদক পদে মো. মাজহারুল ইসলাম সফিক মাছ মার্কা প্রদান করা হয়।

উল্লেখ্য, হাইমচর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে গত ১৮ ফেব্রুয়ারী বিকের ৪টায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ প্রকাশ করা হয়। ২০ ফেব্রুয়ারী সকাল ১০ থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রয় করা হয়, একই দিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র জমা, ২১ ফেব্রুয়ারী সকাল ১০টায়ন মনোনয়নপত্র যাচাই বাচাই, একই দিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার, ২২ ফেব্রুয়ারী সকালে সকাল ১০টায় হাইমচর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে একাধিক প্রার্থী না থাকায় উপজেলা বিএনপি বর্তমান আহ্বায়ক মো. আমিন উল্যাহ বেপারী ও সদস্য সচিব মো. মাজহারুল ইসলাম সফিকের নাম চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রকাশ করা হয়।

ঐদিন দুপুরে সভাপতি পদে মো. আমিন উল্যাহ বেপারী ছাতা মার্কা ও সাধারণ সম্পাদক পদে মো. মাজহারুল ইসলাম সফিক মাছ মার্কা প্রদান করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. শামছুল ইসলাম মন্টু। আগামী ২৬ ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে বিকের ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এসময় হাইমচর উপজেলা বিএনপি আওতাধীন ৬টি ইউয়ন ও উপজেরার ৪২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম