হাইমচর (চাঁদপুর): চাঁদপুরের হাইমচর উপজেলার দূর্গাপুর আলগী উত্তর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ মার্চ) ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী জেলেদের মাঝে এই চাল বিতরণ করেন।
এদিন এই ইউনিয়নের ৮৯০ জন জেলের মাঝে দু’মাসের ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ, ইউপি সচিব আজহারুল ইসলামসহ ইউপি সদস্যবৃন্দ।
উল্লেখ্য মার্চ-এপ্রিল দুই মাস অভয় আশ্রম চলাকালীন সময়ে জেলেদের খাদ্য সহায়তা হিসেবে সরকারিভাবে এই চাল দেওয়া হয়।
ফম/এমএমএ/