
চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলায় ৩ ইউনিয়নে নৌকার বিরোধিতা করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় হাইমচর ইউনিয়নে নাঈম সরকার, আব্দুল হক মোল্লা ও নীলকমল ইউনিয়নে সউদ আল নাসেরকে বহিস্কার এবং আলগী উত্তরে মাকসুদ আলম খান ও হাবিবুর রহমান বেগকে বহিস্কার করার জন্য সুপারিশ করেছে হাইমচর উপজেলা আওয়ামী লীগ।
বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নৌকার বিপরীতে বিদ্রোহী প্রার্থী হিসেবে ৫ জনের মধ্যে ৩জনকে উপজেলার নেতৃবৃন্দের সিদ্ধান্তের আলোকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বাকী দুইজনের মধ্যে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাকসুদ আলম খান ও জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান বেগককে জেলা কমিটিতে অব্যাহতির জন্য সুপারিশ পাঠানো হয়েছে।
এর আগে ২১ ডিসেম্বর সন্ধ্যায় হাইমচর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়া ও সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী গনমাধ্যমকে জানান, আসন্ন ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে হাইমচর উপজেলায় হাইমচর ইউনিয়নে ইউনিয়নে নৌকার প্রার্থীর বিরোধিতা করে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি মঞ্জুরুল হক নাঈম সরকার ও আওয়ামী লীগ সদস্য আবদুল হক মোল্লা কে দলের সকল প্রাথমিক সদস্য পদ হতে অব্যাহতিসহ বহিস্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।
নীলকমল ইউনিয়নে নৌকার প্রার্থীর বিরোধিতা করে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক সউদ আল নাসের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করায় দলের সকল সদস্য পদ হতে অব্যাহতি সহ বহিষ্কার করার জন্য উপজেলা যুবলীগকে নির্দেশনাসহ সুপারিশ করা হয়েছে।
আলগী উত্তর ইউনিয়নে নৌকার প্রার্থীর বিরোধিতা করে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মাকসুদ আলম খানকে দলের সকল পদ হত অব্যাহতিসহ বহিস্কার করার জন্য জেলা আওয়ামী লীগ এর কাছে সুপারিশ করা হয়েছে, চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী জেলা যুবলীগ সদস্য হাবিবুর রহমান বেগকে বহিষ্কার করার জন্য জেলা যুবলীগ এর কাছে সুপারিশ করেছে হাইমচর উপজেলা আওয়ামী লীগ।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, হাইমচর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নৌকার বিরোধীতা করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছে। নিয়মানুযায়ী তাকে বহিস্কার করা হবে। উপজেলা আওয়ামী লীগ আমাদের কাছে বহিস্কারের সুপারিশ করেছে।
ফম/এমএমএ/