হাইমচরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা

হাইমচর (চাঁদপুর): ‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাইমচরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উপলক্ষে উপজেলা প্রশাসন ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৮ম বিজ্ঞান বিষায়ক কুইজ প্রতিযোগীতা-২০২৪ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রঙ্গনে এ মেলা অনুষ্ঠিত হয়।

উপজেলার দুটি কলেজ ও ১০টি উচ্চ বিদ্যালয় দুটি মাদ্রাসাসহ মোট ১২ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন প্রকল্পের প্রযুক্তি সাজিয়ে স্টল তৈরি করে দর্শনার্থীদের মাঝে উপস্থাপন করেন। মেলার উদ্বোধন শেষে সকল স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী উপজেলা নিবার্হী কর্মকর্তা পূর্বিতা চাকমা।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে সকল প্রকল্প প্রযুক্তি নিয়ে প্রতিযোগীতায় অংশ নেয় তা মূল্যায়ন করেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফয়সাল ও উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, জেলা পরিষদের সম্মানিত সদস্য খোরশেদ আলম, বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মান্নান, নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ফারুকুল ইসলাম, চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান বাবুল মাষ্টার, সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন।
ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম