হাইমচরে ৪০০ কেজি জাটকাসহ আটক ২

হাইমচর (চাঁদপুর): চাঁদপুরের হাইমচরে জাটকা ভর্তি একটি পিকাপসহ দুইজনকে আটক করেছে হাইমচর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দিনগত রাত ১ টার দিকে সময় গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার নির্দেশে এসআই পলাশ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জাটকা ভর্তি পিকাপসহ ২জনকে আটক করেন।

আসামীরা হলেন, আনোয়ার মাঝি (৪২), মোঃ জসিম প্রধানীয়া (৩২)।

আটককৃতদের কাছ থেকে জাটকা বহনে ব্যবহৃত ১ টি পিকআপ ভ্যান এবং ১৫ টি প্লাস্টিকের ড্রামে ৪০০ কেজি জাটকা ইলিশ জব্দকরেন।

শুক্রবার (২৫ মার্চ) এই ঘটনায় আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, বৃহস্পতিবার দিনগত রাতে হাইমচর থানায় চলমান জাটকা ইলিশ মাছ সংরক্ষণ অভিযানে চেকপোস্ট ডিউটি করাকালে হাইমচর থানা পুলিশ জাটকা বহনকারি একটি পিকাপসহ ২জনকে আটক করেছে।

আটককৃদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত মাছ উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে ধ্বংস করে দেয়া হয়েছে।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম