চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলা সদরে ওজনে কম দেয়া ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার আলগী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন বাজার তদারকি অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, আজ আলগী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় দুটি ফার্মেসিকে ৩ হাজার টাকা করে ৬ হাজার জরিমানা করা হয়েছে।
এছাড়া দধিতে ওজনে ১০০ গ্রাম করে কম দেওয়া, বিস্কুট ও কেকের উৎপাদনের ও মেয়াদের তারিখ না দেওয়ায় এবং বাসি মিষ্টি ও মিষ্টির সিরা রাখার দায়ে বিসমিল্লাহ সুইটসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট ৩ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন হাইমচর থানা পুলিশের একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/