হাইমচর (চাঁদপুর): চাঁদপুরের হাইমচর উপজেলায় মৎস্যজীবীদের বিকল্প আয়বর্ধক তিনদিন ব্যাপী প্রশিক্ষণের দ্বিতীয় দিন সম্পন্ন হয়েছে।
বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্প বিকল্প আয়বর্ধক কার্যক্রমের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে হাইমচর উপজেলা মৎস্য বিভাগ।
রবিবার (৩০ জানুয়ারি) সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণে অতিথি বক্তা ও প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্প্রসারণ প্রশিক্ষক মো. কামরুল হাসান।
প্রশিক্ষণ প্রদান ও অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান।
প্রশিক্ষণে ২০ জন জেলে অংশগ্রহন করেন। সোমবার (৩১ জানুয়ারি) তিনদিনের প্রশিক্ষণ সম্পন্ন হবে।
পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ আহরণ নিষিদ্ধ সময়ে জেলের বিকল্প কর্মসংস্থান গড়ে তুলতে এবং সহজেই জীবীকা নির্বাহ করতে পারে সে জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে।
ফম/এমএমএ/