হাইমচর (চাঁদপুর): মা ইলিশ প্রজনন রক্ষায় হাইমচর মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। একই সময় জব্দ করা হয় ৩০ কেজি ইলিশ মাছ।
সোমবার (১৮ অক্টোবর) বিকাল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফয়সাল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, কোস্টগার্ড পেটি অফিসার সাহাদাৎ হোসেন, মৎস্য অফিস ক্ষেত্র সহকারী সজিব চন্দ্র দাস ও কোস্টগার্ডের সদস্যবৃন্দ।
মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, জেলেরা অভিযানের টের পেয়ে জাল ভাসমান রেখে পালিয়ে যায়। জব্দকৃত ইলিশ মাছ উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন গুচ্ছগ্রামের গরীবদের মাঝে বিতরণ করা হয় এবং জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে ধ্বসং করা হবে।
উল্লেখ্য, মা ইলিশ মিঠা পানিতে নিরাপদে ডিম ছাড়ার জন্য ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। সে আলোকে চাঁদপুরে মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইচমর উপজেলার চরভৈরবী পর্যন্ত মেঘনা নদীতে ইলিশসহ সব ধরণের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ। আইন অমান্য করলে ১ থেকে ২ বছরের সর্বোচ্চ কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে।
ফম/এমএমএ/