হাইমচরে ১ লাখ মিটার জালসহ ইলিশ জব্দ

হাইমচর (চাঁদপুর): ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরীর নির্দেশে কোস্ট গার্ড সিসি মোঃ শাহাদাৎ হোসেন ও তাঁর টীমের সদস্য বৃন্দ ও হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এর নেতৃত্বে মেঘনা নদীতে অভিযান পরিচালিত হয়।

শনিবার (২৩ অক্টোবর) ভোর ৬ টায় অভিযান শুরু হয়ে সকাল ৯ টা পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় হাইমচর অংশে এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, অভিযানকালীন সময়ে ১ লাখ মিটার কারেন্ট জাল ও সুতার জাল ও ৫০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। কারেন্ট জাল উপজেলা নির্বাহী অফিসার এর নির্দেশে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত ইলিশ মাছ গাজীপুর গুচ্ছ গ্রামের অসহায় ও স্থানীয় ৬০ টি দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম