
হাইমচর (চাঁদপুর): চাঁদপুর হাইমচরে মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ডের হাইমচর ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১ লক্ষ ৮৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ৬০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।
১১ অক্টোবর বিকাল ৪টা থেকে বুধবার (১২ অক্টোবর) সকাল ১০ টা পযন্ত উপজেলার মেঘনা নদীর হরিনা ঘাট, ঈশানবালা, নীলকমল, মাঝির বাজার, চরভৈরবী, হাইমচর বাজার এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ করা হয়। আটককৃত জাল আগুনে পুড়ে ধংষ করা হয় এবং মাছ বিভিন্ন মাদ্রাসা এতিমখানায় বিতরণ করা হয়।
হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার (ভারপাপ্ত) মোঃ মাহবুব রশিদ বলেন, ১৮ ঘন্টার অভিযানে আমরা উপজেলা মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১ লক্ষ ৮৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৬০ কেজি মা ইলিশ জব্দ করি । আটককৃত জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে আগুনে পুড়ে ধংষ করা হয় এবং মাছ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। আমাদের চলমান অভিযান অব্যাহত রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের হাইমচরের কন্টিনজেন্ট কমান্ডার পেটি অফিসার এম এমদাদুল হক, সিসি পেটি অফিসার এম নাসির উদ্দিন, উপজেলা প্রেসক্লাব, হাইমচর সহ-সভাপতি মো: মহসিন মিয়াসহ কোস্টগার্ডের সদস্যবৃন্দ।
ফম/এমএমএ/