হাইমচর (চাঁদপুর): চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে হাজী আবদুল ওয়াহিদের অর্থায়নে, ও ৩ নং ইউপি সদস্য মোহাম্মদ আলী আখনের সার্বিক সহযোগিতায় চরভৈরবী ইউনিয়নে ৩৫০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
শুক্রবার (২০ জানুয়ারি) চরভৈরবী গাউসুল আজম দাখিল মাদ্রাসা মাঠে কম্বল বিতরণকালে ৬ নং চরভৈরবী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ আলী আখন বলেন, দেশে প্রচুর শীত বইছে। এ শীতে অসহায় পরিবারের পাশে দাড়াতে পেরে নিজের কাছে ভাল লাগছে। আমি মানুষের সেবা করতে এসেছি। যতদিন বেঁচে থাকবো আমি চেষ্টা করবো মানুষের পাশে থাকতে। আগামী কয়েদিদের মধ্যে আমার ওয়ার্ডের প্রত্যেক ঘরে ঘরে শীতবস্ত্র পৌঁছে দিব।
এ সময় উপস্থিত ছিলেন চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান বাবুল, মোল্লা কান্দি যুব সংঘের সমন্বয়কারী মোঃ বশির উল্লা মোল্লা, গাউসুল আজম দাখিল মাদ্রাসা শিক্ষক মোঃ রেজাউল করিম রাজিব ও মাওলানা আবদুল হক প্রমূখ।
ফম/এমএমএ/