চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলায় ইএএলজি প্রকল্পের আওতায় কিশোরী ক্লাবের ৪০জন কিশোরী সদস্যকে বিনামূল্যে বাই সাইকেল প্রদান করা হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গনে কিশোরী ক্লাবের সদস্যদের হাতে বাই সাইকেল তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
সাইকেল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুর হোসেন।
সভাপতিত্ব করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী।
এছাড়া উপজেলার ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ৯ জনকে বিকল্প কর্মসংস্থানে পুনর্বাসিত করা হয়। অনুষ্ঠানে উপজেলার অন্যান্য জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/