হাইমচরে সাংবাদিক তাছলিমা জাহান পপি মনোনয়ন পত্র দাখিল

হাইমচর (চাঁদপুর):  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং আলগী দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪, ৫ ও ৬ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের আহবায়ক ও সাংবাদিক তাছলিমা জাহান পপি মনোনয়ন ফরম জমা দিয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) হাইমচর উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মামুন এর নিকট তিনি মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

এ সময় তাছলিমা জাহান পপি বলেন, আমি দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ ওয়ার্ডের জনগণ দীর্ঘদিন ধরে অবহেলিত। আমি চাই এ অবহেলিত জনগোষ্ঠীর সেবা করতে। আপনারা আমাকে দোয়া করবেন যেন সব সময় আপনাদের পাশে থাকতে পারি।

ফম/এমএমএ/