হাইমচরে সরদার কিংস স্পোর্টিং ক্লাবের পরিচিতি সভা

হাইমচর (চাঁদপুর): চাঁদপুরের হাইমচরে সরদার কিংস স্পোর্টিং ক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এবং পরে কমিটির সকলকে ফুল দিয়ে বরন করেনেন নেতৃবৃন্দ।
শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় হাইমচর উপজেলার সদর আলগী বাজার সরদার কিংস স্পোর্টিং ক্লাবের অফিসে নবগঠিত কমিটির পরিচিতি ও প্রথম সাধারণ সভায় ক্লাবের সভাপতি সরদার নূরে আলম জিকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এস শরীফ হোসেন এর পরিচালনায় বক্তব্য রাখেন ক্লাবের সহ সভাপতি আল আমিন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম হারুন আর রশীদ, আলমগীর হোসেন আসিফ, সহ সাংগঠনিক সম্পাদক এস এস খাইরুল হাসান, সম্মানিত সদস্য মতিউর রহমান সানজিদ।
এই সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মহসিন সরদার, সহ সভাপতি নুরে আলম (ইতালি প্রবাসি), সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম খলিল, দপ্তর সম্পাদক এস এম সেলিম, ক্রীড়া সম্পাদক এস এম ইততিহাদ মোহতাসিন প্রিনন, সহ ক্রীড়া সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ মোঃ মাসুম বিল্লাহ, প্রচার সম্পাদক জনি সরদার, সহ প্রচার সম্পাদক জুনায়েদ আহমেদ, সমাজসেবা সম্পাদক এস এম শান্ত, সাংস্কৃতিক সম্পাদক এস এম কামরুল হাসান, সম্মানিত সদস্য মানিক জমাদার, জিল্লুর রহমান, জুলহাস ভূইয়া, এস এম নাজমুল হাসান, আরিফ হোসেন, ফারুক হোসেন চৌকিদার, ফেরদাউস আলম, এস এম ইততিহাদ মোহতাসিম (পিতুন), জাহিদ সিকদার সহ ক্লাবের নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/

মো. মহসিন মিয়া | ফোকাস মোহনা.কম