হাইমচর (চাঁদপুর): চাঁদপুরের হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়নের মনিপুর গুচ্ছ গ্রামের সরকারি পুকুরের মাছ লুট করার অভিযোগে দায়ের করা মামলায় ইউপি চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন সবুজসহ ৭ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে চাঁদপুরের হাইমচর আমলী আদালতে মামলার জামিন নিতে আসলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অন্য আসামীরা হলেন-সেলিম রাঢ়ী (৩৫), জসিম ব্যাপারী (৩২), রিয়াদ পেদা (২৩), শামিম চৌদিকার (৩৫), খালেক গাজী (২৩), হানিফ মৃধা (৪০)। সকল আাসামি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজের নিকটতম আত্মীয়।
মামলার বিবরণ থেকে জানাগেছে, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেনসহ ১০ থেকে ১২ জন লোক গাজীপুর ইউনিয়নের মনিপুর গুচ্ছগ্রামের সরকারি পুকুরের মাছ ধরে নিয়ে যায়। ওই সময় গুচ্ছ গ্রামের বাসিন্দারা মাছ নিতে বাধা দিলে চেয়ারম্যানের লোকজন তাদেরকে মারধর করে তাড়িয়ে দেন এবং মাছগুলো লুট করে নিয়ে যান।
পরবর্তীতে এই ঘটনায় ইউনিয়নের বাসিন্দা জনৈক মনির হোসেন চাঁদপুর আদালতে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে দায়িত্ব দেন আদালত।
পিবিআই তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে প্রাথমিকভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় ১০ জনের মধ্যে ৭ জনকে আসামি করে এবং ৩ জনকে অব্যাহতি দিয়ে আদালতে চার্জশিট দাখিল করেন। এই মামলায় শাহাদাত হোসেন সবুজসহ আসামিরা আদালতে জামিন চেয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। আদালত সকল আসামীদের জামিন না মঞ্জুর করে কারাগারে নির্দেশ প্রদান করেন।
ফম/এমএমএ/