হাইমচর (চাঁদপুর): চাঁদপুরের হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়ন পরিষদ ও ঐতিহ্যবাহী বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ এর কার্যক্রম পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদে পরিশর্দন আসলে জেলা প্রশাসক কামরুল হাসানকে ফুল দিয়ে বরণ করেন বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, উত্তর আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহব্বায়ক আতিকুর রহমান পাটোয়ারী, ইউপি সচিব মোহাম্মদ জসিম উদ্দিন রনি।
জেলা প্রশাসক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কে এম মীর হোসেন, বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী ও সচিব জসিম উদ্দিন রনি প্রমূখ।
ফম/এমএমএ/