হাইমচর (চাঁদপুর): চাঁদপুরের হাইমচর উপজেলাধীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে প্রণোদনা বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ আগস্ট ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা একাডেমি সুপার ভাইজার মোঃ আহসানুল হক এর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা ভুমি কর্মকর্তা আবদুল্লাহ আল ফয়সালা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল,বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মান্নান,দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, আলগী বাজার সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ জিল্লুর রহমান ফারুকী, গন্ডামারা আবু বক্কর ছিদ্দিক আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল রহমান হামীদী, কাটাখালী হামিদিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শরিফুল ইসলাম প্রমুখ।
ফম/এমএমএ/