হাইমচরে লিল্লাহিয়াত ব্লাড ডোনেশনের ইফতার মাহফিল: রক্তদাতাদের মিলনমেলা

হাইমচর (চাঁদপুর): “রক্তদানে বাঁচবে প্রাণ, করবো মোরা রক্তদান” এই স্লোগানকে সামনে রেখে, হাইমচর উপজেলায় মানবসেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন চাঁদপুর আয়োজিত পবিত্র রমজান মাসে রক্তদাতাদের মিলনমেলা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার কাটাখালী বাজার সংলগ্ন মেঘনা নদীর তীরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসরের নামাজের পর থেকে রক্তদাতাদের মিলনমেলা, আলোচনা সভা ও ইফতার মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন চাঁদপুরের প্রধান উপদেষ্টা রিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. কে.এম. আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুর রহমান (রিয়াদ), উপদেষ্টা আব্দুল কাদের, উপদেষ্টা জসিম উদ্দিন পেদা এবং উপদেষ্টা মোঃ গোফরান খান।

সংগঠনের সভাপতি রিয়াদ হোসেন শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা রক্তদানের গুরুত্ব এবং সমাজের প্রতি স্বেচ্ছাসেবী সংগঠনের অবদানের ওপর আলোকপাত করেন। তারা বলেন, রক্তদান একটি মহৎ কাজ এবং এর মাধ্যমে অনেক জীবন বাঁচানো সম্ভব। বক্তারা লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন চাঁদপুরের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এর কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মোঃ মহিউদ্দিন।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম