হাইমচর (চাঁদপুর): “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রদিপাদ্যকে সামনে রেখে হাইমচর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে আলোচনা সভা র্যালি, উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
রবিবার (২৪ জুলাই) বিকেল ৪ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসার মাহবুব রশিদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী।
তিনি বলেন, হাইমচর উপজেলাটি নদীমাতৃক উপজেলা। মৎস্য অধিদপ্তরের দৃষ্টি হাইমচর উপজেলার প্রতি। সরকারের মৎস্য অধিদপ্তরের সকল সুযোগ সুবিধা হাইমচরের জেলেরা পেয়ে থাকেন। হাইমচর উপজেলায় রয়েছে নদীনালা, খাল-বিল ও অসংখ্য ছোটবড় পুকুর ও জলাশয়। তাই আমাদেরকে মৎস্য উৎপাদন আরও বৃদ্ধি করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা ভুমি অফিসার আবদুল্লাহ আল ফয়সাল, ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, হাইমচর প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, নীলকমল নৌ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোহাম্মদ হোসেন, গাজীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী, চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মানিক দেওয়ান, দক্ষিণ আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহমেদ দেওয়ান, উপজেলা মৎস্য জীবী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ হোসেন গাজী, ও মোক্তার আহমেদ দর্জি প্রমুখ।
ফম/এমএমএ/