হাইমচর (চাঁদপুর): আর্তমানবতার সেবায় নিয়োজিত চাঁদপুর হাইমচরের ঐতিহ্যবাহী অরাজনৈতিক সামাজিক সংগঠন মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থা’র পক্ষ থেকে ছয় শতাধিক গরিব-দুঃখী দুস্থ অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকাল ৩ টায় এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে গাজীর বাজার শাখার সভাপতি মোঃ সৈয়দ আহমদ গাজীর সভাপতিত্বে এবং প্রধান শাখার সভাপতি, মোঃ কামরুল ইসলাম বাবু পাটওয়ারী ও সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু মিয়া খান এর যৌথ সঞ্চালনায়, সংগঠনের ২০২২ নবগঠিত পরিচালনা কমিটি ও বাংলাবাজার প্রধান শাখা কার্যকরী কমিটি এবং গাজীর বাজার শাখা কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপদেষ্টা- আখন মোঃ মিজানুর রহমান ফাহিম, বোরহান উদ্দিন গাজী, জাহাঙ্গীর গাজী, মাকসুদ আলম খান, মোহাম্মদ ফারুকুল ইসলাম রানা, হাজী মোঃ জাহাঙ্গীর হোসেন, ফাহিমুল ইসলাম শশী, সোবাহান গাজী, রাজু হাওলাদার, সুমন মাহমুদ, মাহাফুজুর রহমান স্বপন, হুমায়ুন কবির, জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী, নজরুল মিয়া এবং প্রতিষ্ঠাতা- কে এম ফরিদ হোসেন হৃদয়, আখন মোঃ শরীফ হোসেন, পরিচালক- আখন মোঃ ইসমাইল, প্রতিষ্ঠাতা সদস্য- মোহাম্মদ মহিউদ্দিন পাটওয়ারী সাদ্দাম, লিমন কবিরাজ, দাতা সদস্য- সুমন খান, সিদ্দিক ছৈয়াল সহ সংগঠনের সবার সুপরামর্শে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান- নূর হোসেন পাটওয়ারী।
প্রধান আলোচক বিশিষ্ট সমাজসেবক স্পেন প্রবাসী ও সংগঠনের প্রধান উপদেষ্টা- হোসাইন মিয়া ভুট্টো, বিশেষ অতিথি ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মোঃ আতিকুর রহমান পাটওয়ারী,সাবেক ইউপি চেয়ারম্যান- মোঃ মনির আহমেদ দুলাল পাটওয়ারী, সমাজসেবক- বাবুল মিয়া কালু গাজী, আবু তাহের মিলন, শাহজাহান গাজী, প্রশাসনিক উপদেষ্টা- মজিবুর রহমান কবিরাজ, উপদেষ্টা- ফাহিমুল ইসলাম শশী, শরীফ হোসেন, আবুল বাশার বাবু, পরিচালক- জি এম রুবেল হোসেন, দাতা সদস্য- মোহাম্মদ ফারুক হোসেন, আব্দুল মালেক, গাজীর বাজার শাখার সাধারণ সম্পাদক- শামিম গাজী, সহকারী পরিচালক- ইমরান খান, গাজীর বাজার স্পোর্টিং ক্লাবের সভাপতি- নাজিম পাটওয়ারী, ইনসাফ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি- নান্টু মৃধা, সভাপতি নবীন সমাজ কল্যাণ পরিষদের সাবেক সভাপতি-রাসেল গাজী।
এ সময় উপস্থিত ছিলেন গাজীর বাজার শাখার সহ-সভাপতি- টিটু গাজী, হানিফ গাজী, প্রধান শাখার সাংগঠনিক সম্পাদক- সাদ্দাম কবিরাজ, হাসান মিজি, সিয়াম পাটওয়ারী সহ উভয় শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/