চাঁদপুর: চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় অর্থাৎ মিঠা পানিতে নিরাপদে ইলিশ ডিম ছাড়ার জন্য ২২ দিন ইলিশসহ সব ধরণের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। আর সরকারের এই কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে জেলা ও উপজেলা টাস্কফোর্স।
তারই ধারাবাহিকতায় বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলায় ১১টায় জেলার হাইমচর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২০২৩-২৪ অর্থবছরে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প” এর আওতায় মা ইলিশ রক্ষা অভিযান-২০২৩ বিষয়ক উপজেলা পর্যায়ের সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী।
সভায় হাইমচর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভিন, মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ, হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ, হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ জাহাঙ্গীর হোসেন, কোস্টগার্ড হাইমচর নয়ানী আউটপোস্টের কন্টিনজেন্ট অফিসার নাছির আহমেদ, জেলা মৎস্য অফিসের সহকারী মৎস্য কর্মকর্তা মুশফিকুর রহমান, হাইমচর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী ইজাজ মাহমুদ, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন বকাউল, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেযারম্যান ও ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, জেলে প্রতিনিধি এবং শতাধিক মৎস্যজীবী উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন মা ইলিশ রক্ষা অভিযান-২০২৩ উপলক্ষে বিভিন্ন পর্যায়ের স্টেক হোল্ডারগণ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক মতামত প্রদান করেন।
ফম/এমএমএ/