হাইমচরে মাদক ও সন্ত্রাসীর প্রতিবাদ করায় বসত ঘরে হামলা

হাইমচর (চাঁদপুর): চাঁদপুরের হাইমচর উপজেলার গন্ডামারা গ্রামে মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করার ঘটনাকে কেন্দ্র করে বসতঘরে হামলা,  নগদ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে।
রবিবার (৯ অক্টোবর) দুপুরে হাইমচর উপজেলার ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের গন্ডামারা গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় ৪জনকে আসামী করে হাইমচর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারটি। অভিযুক্তরা হলেন- তৈয়ব আলী পাটওয়ারী( ৫০),  মোঃ বাদল পাটোয়ারী(২০),  ফারজু বেগম (২৪), মজিব আখন (২০) ।
অভিযোগ সুত্রে জানাযায়, ঘটনার দিন দুপুরে সশস্ত্র ৩০-৪০ জনের একটি সন্রাসী দল বাড়িতে এসে রামদা, রড, দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বাড়িতে কাউকে না পেয়ে আসবাবপত্র ভাংচুর এনজিও এর জমাকৃত ৫০ হাজার টাকাও ২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বাজার মূল্য ১,২০,০০০ টাকা বলা হয়েছে।
ভুক্তভোগী ফাতেমা বেগম বলেন, আমাদের বাড়ির আসে পাশে প্রায় সময় তাঁরা মাদক, সন্ত্রাসী কর্মকান্ড করার কারনে আমি ও আমার ছেলে প্রতিবাদ করি। হঠাৎ করে তারা আমার ছেলেকে ধরে নিয়ে যেতে আসে। আমার ছেলেকে না পেয়ে  ৩০-৪০ জন সন্ত্রাসী আমার ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর করে। এবং নগদ ৫০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ন নিয়ে যায়। আমি এই ঘটনায় হাইমচর থানায় অভিযোগ করি। আমি এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এবং অতিদ্রুত তাদের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম