হাইমচর (চাঁদপুর): চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী বাজারে সেলটেক সিরামিক লিমিটেডের পরিচালনায় মাইশা টাইলস গ্যালারীর শো-রুমের উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে হাইমচর উপজেলার অগ্রণী ব্যাংকের পূর্ব পার্শ্বে কাটাখালী রোড় আলগী বাজারে মাইশা টাইলস গ্যালারীর ফিতা কেটে শো-রুম উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
মাইশা টাইলস গ্যালারীর স্বত্বাধিকারী মোঃ আরিফের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এমএ মান্নান, সেলটেক সিরামিক লিমিটেডের সহকারী ম্যানেজার মোঃ নজরুল ইসলাম সবুজ, সিনিয়র অফিসার রাশেদুজ্জামান রতন, চাঁদপুর জেলা সিরামিক লিমিটেডের ডিলার আবদুল্লা আল নোমান, আলগী বাজার ব্যাবসায়ী কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ কোতয়াল, আজিজ পাটওয়ারী, হারুন সরদার, সোহেল ও জহির প্রমূখ।
মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ খতিব মাওলানা মো. আলমগীর হোসেন।
ফম/এমএমএ/