হাইমচরে মহজমপুর গোল্ডেন কাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

হাইমচর (চাঁদপুর): ‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’ এ শ্লোগানকে সামনে রেখে হাইমচরে মহজমপুর গোল্ডেন কাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এতে ৪৩ রান টার্গেট নিয়ে মাঠে নেমে কিলার একাদশ কে হারিয়ে ভাই বন্ধু একাদশ চ্যাম্পিয়ন হয়।
রবিবার (১৯ ডিসেম্বর) বিকেলে মহজমপুর তাহসিনুল কোরআন মাদরাসা মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ রাসেল গাজীর সভাপতিত্বে ও রাকিবুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাকসুদ আলম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী, মহজমপুর ৮নং ওয়ার্ড ইউপি সদস্য ফারুকুল ইসলাম, ৩নং আলগী দক্ষিণ ২নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য আবুল বাশার বাশু মাঝি, ২নং ওয়ার্ড ইউপি সদস্য সোবহান সর্দার, ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ রত্ন পাটওয়ারী, প্রবাসী আক্তার গাজী, মহজমপুর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস গাজী প্রমূখ।
ফম/এমএমএ/

মো. মহসিন মিয়া | ফোকাস মোহনা.কম