হাইমচরে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীদের অর্থ দণ্ড

হাইমচর (চাঁদপুর): মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের হাইমচর উপজেলায় বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহ বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা। মালামালের মূল্য তালিকা এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কয়েকটি প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়।
সোমবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার সদর আলগী বাজার মনিটরিং এর লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে ৩ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় বাজারের ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। অভিযানে থানা পুলিশ সার্বিক সহায়তা করে। জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর থানা পুলিশের এ এস আই মোঃ সুমন, উপজেলা প্রেসক্লাব যুগ্ন সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের ও থানা পুলিশের সদস্যগন।
ফম/এমএমএ/

মোঃ মহসিন মিয়া | ফোকাস মোহনা.কম