
চাঁদপুর: চাঁদপুরের হাইমচর এলাকার উত্তর আলগী গাজী বাড়ীতে বসত ঘর মেরামতকালে মৃতঃকলন্তর গাজীর পুত্র শাহজাহান গাজীকে মারধোর করে গুরতর আহত করে আপন বড় ভাই,আলম গাজী, তার স্ত্রী রেনু বেগম ও তাদের পুত্র রমজান গাজী,মাছুদ গাজী,কন্যা ফেরদৌসী, তৃষ্ণা সহ আরো বেশ কয়েকজন।
পরে পরিবারের লোকজন শাহজাহান গাজী কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেলের হাসপাতালে এনে ভর্তি করায়।
এ বিষয়ে আহত শাহজাহান গাজী জানান,তার বড় মেয়েরবিয়ের দিন তারিখ এরেই মধ্যে ঠিক হয়েছে। তার জন্য তিনি তার বহুদিনের জরাজীর্ণ বসত ঘরটি মেরামতের কাজ হাতে নেই।
এই ঘর নির্মান কে কেন্দ্র করে ২৮ তারিখ শুক্রবার রাতে তার আপন বড় ভাই আলম গাজীর সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে আলম গাজী তার স্ত্রী রেনু বেগম ও তাদের পুত্র রমজান গাজী,মাছুদ গাজী,কন্যা ফেরদৌসী, তৃন্সা সহ আরো বেশ কয়েকজন এসে শাহজাহান গাজীকে নিজ বাড়ীতেই দেশীয় অস্ত্র দিয়ে এলো পাতারি মারধোর করতে থাকে,এক পর্যায়ে তার ডাক চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে শাহজাহান গাজীকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেলের হাসপাতালে এনে ভর্তি করানো হয়।তার অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন,কিন্তু শাহজাহান গাজীর পরিবার আর্থিক অভাবের কারনে ঢাকায় নেওয়ার মতো ক্ষমতা না থাকায় এখানেই চিকিৎসা নিচ্ছে।
এদিকে আলম গাজী প্রভাবশালী হওয়ায় উল্টো শাহজাহান গাজীর পরিবার কে প্রান নাশের হুমকি দিয়ে আসছে।
এলাকাবাসী জানান, শাহজাহান গাজী আর্থিক ভাবে অসচ্ছল ও তার বড় ভাই আলম গাজী প্রভাবশালী হওয়ায় তার সাথে এধরনের অচারন করছে, যা সহ্য করার মতো নয়,তাই সংশ্লিষ্ট প্রশাসন যদি এ বিষয়ে সুদৃষ্টি দেয় তাহলে অসহায় শাহজাহান গাজী সঠিক বিচবর পাবে ।
ফম/এমএমএ/