হাইমচরে ব্যবসায়ীদের উন্নয়ন ও নিরাপত্তা বিষয়ে আলোচনা সভা

হাইমচর (চাঁদপুর): চাঁদপুরের হাইমচর উপজেলা সদর আলগী বাজার ব্যবসায়ী কমিটির উন্নয়ন ও নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় অগ্রণী ব্যাংক রোড়স্থ ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে ও সাংগঠনি সম্পাদক আল আমিন, নাঈম ফার্নিচারের স্বত্বাধিকারী এর যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন- সাধারণ সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল।

সাধারণ সম্পাদক বক্তব্যে বলেন, নিরাপত্তার বিষয়ে আলগী বাজারের সকল ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সিসি ক্যামেরা স্থাপন করার বিশেষ নির্দেশনা প্রধান করা যাচ্ছে। যেহেতু আলগী বাজারের ভিতরে তিন রাস্তার ৫-৬’টি পুরো বাজারকে সিসি ক্যামেরার আওতায় আনতে ব্যয়বহুল খরচ যা আমাদের পক্ষে বহন করা সম্ভব নয়। আমরা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীর নিকট আবেদন করেছি বলে ব্যবসায়ীদের জানান সম্পাদক।

এসময় খোরশেদ আলম কোতোয়াল আলগী বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনী বিষয়ক নীতিমালা প্রধান করেন এবং নির্বাচনে অংশগ্রহণ করতে কিকি নিয়ম অনুসরণ করতে হবে ও ভোটার হালনাগাদ সহ বিভিন্ন বিষয়ে উপস্থিত আলগী বাজার ব্যবসায়ী কমিটির সদস্যের অবহিত করেন।

সভায় বক্তব্য দেন-আলগী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন মাস্টার।

মোবাইল ফোনে প্রধান অতিথি নুর হোসেন পাটওয়ারী এক বার্তায় বাজার কমিটির ব্যবসায়ী নেতাদের সালাম জানান এবং মুখোমুখি উপস্থিত হতে না পেরে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, আপনাদের মূল তিনটি দাবীর বাস্তাবায়ন করার লক্ষে আমি সর্বদা কাজকরে যাবো। হাইমচর উপজেলা সদর আলগী বাজারটি আমার বাজার। বাজারের উন্নয়নমূলক কাজের অংশ বিশেষ আপনাদের চাওয়া হলো-বীর মুক্তিযুদ্ধা আব্দুল হালিম চত্বর থেকে সোনালী ব্যাংক রোড। বাজারের নিরাপত্তামূলক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা। বালুর মাঠ মধ্যগলীর রাস্তা,অন্য রাস্তা গুলো পাকা করা।

তিনি আরো বলেন, বাজারের এই মূল সমস্যা গুলো আপনাদের প্রতিনিধি হিসেবে আমিও আপনাদের প্রিয় আপা বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি মহদয়ের সহযোগিতায় সমাধান করা হবে। জননেত্রী শেখ হাসিনা সরকারের গ্রাম হবে শহর প্রকল্পের মাধ্যমে শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সমগ্র উপজেলার জন্যে সর্বোচ্চ কাজ করে যাবো ইনশাআল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য দেন-হাইমচর থানা অফিসার্স ইন্সার্জ মোহাম্মদ ইয়াসিন। তিনি বলেন, হাইমচর থানা পুলিশ আপনাদের নিরাপত্তার জন্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আলগী বাজার দোকান মালিক ও ব্যবসায়ীদের সমন্বয়ে ব্যবসায়ীদের নিরাপত্তা বিষয়কে মাথায় রেখে বাজারের বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা বসিয়ে নিরাপত্তা জোরদার করার পরামর্শ প্রধান করেন ওসি।
তিনি বলেন- বাজারের যানযট নিরসনের জন্যে লক্ষে ট্রাফিক পুলিশ সপ্তাহে দুই তিন দিন রাখার বিষয়ে আবেদন করবো এবং যানজট নিরসনে আমরা সর্বোচ্চ কাজ করে যাবো। কিশোর গ্যাং আপনাদের ভাই বা ছেলে। সকল অভিভাবক তাদের ওপর পারিবারিক শাসন ব্যবস্থা গ্রহণ করবেন। কিশোর গ্যাং ও মাদকের বিষয়ে আপনারা গোপনে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন- দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম বাশার, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন, জুলিয়াস সরদার, আবু তাহের সরদার, জহির মাঝি, নুরে আমল জিকু, জুয়েলারি ব্যবসায়ী সমিতির সভাপতি রিপন স্বর্ণকার, ঔষধ ব্যবসায়ী আঃ কাদের, সিদ্দিক গাজী, জিএম ফজলু, করিম সরদার প্রমূখ।
বক্তারা বলেন, বাজারে মালিক সমিতি না থাকায়, মালিকরা নিজেদের মতো করে দোকান ভাড়া দেয় এবং ভাড়া নির্ধারণ করে নেয়। নেই কোন প্রকার নিয়ম ও নীতিমালা। এই সকল বিষয়ে কমিটি ও উপস্থিত দাইত্বশীলদের সুদৃষ্টি কামনা করেছেন সাধারণ ব্যবসায়ীরা।

সভাপতি বক্তব্যে বলেন, নুর হোসেন পাটওয়ারীর মাধ্যমে হাইমচর উপজেলার সর্বস্তরে সরকারের উন্নয়নে হয়েছে।আমি নুর হোসেন পাটওয়ারীর মত একজন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেখিনি। সে বিচক্ষণ, কর্মদক্ষ ও নেতৃত্বের গুণাবলী সম্পন্ন। দ্বিতীয় নুর হোসেন হাইমচর বাসী আর পাবেনা।
ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম