চাঁদপুর: চাঁদপুরের হাইমচর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা আহরণকালে ৯ জেলে আটক করেছে জেলা টাস্কফোর্স।
বুধবার (১২ এপ্রিল) সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত হাইমচর নৌ সীমানা হতে বরিশালের হিজলা পর্যন্ত জাটকা রক্ষায় বিশেষ অভিযান পরিচালিত হয়।
রাতে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহনকারী হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ।
তিনি বলেন, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসানের নেতৃত্বে কোস্টগার্ড স্টেশন কমান্ডার, হাইমচর উপজেলা নির্বাহী অফিসার, হাইমচর মৎস্য বিভাগ, কোস্টগার্ডের সকল কন্টিনজেন্ট এবং নৌপুলিশ এর সকল ইউনিটসহ সম্মিলিত বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আনুমানিক ২ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি জাটকা জব্দ করা হয়। নিষিদ্ধ সময়ে কারেন্টাল দিয়ে জাটকা আহরণকালে ৯ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৩ জেলেকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বয়স বিবেচনায় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ৬ জেলের অভিভাবকের কাছ থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করে তাদেরকে ছেড়ে দেয় ভ্রাম্যমান আদালত।
জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত ঝটকা ইলিশ দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
ফম/এমএমএ/