হাইমচরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা

হাইমচর (চাঁদপুর): হাইমচর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ মালের হাট যুব সংঘ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ নিয়মিত পরিদর্শন করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াই হলা চৌধুরী।

বুধবার (২০ জুলাই) সকাল ১০ টায় চরভৈরবী ইউনিয়নে আমতলা মালের হাট যুব সংঘ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপ সহকারী প্রকৌশলী মাকসুদুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জিল্লুর রহমান জুয়েল, চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহম্মেদ আলী মাস্টার, এম. জি. এস. বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয় সাবেক অধ্যক্ষ মোশাররফ হোসেন, অভিভাবক সদস্য মানিক দেওয়ান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াই হলা চৌধুরী তিনি প্রতিটি শ্রেণি কক্ষে প্রবেশ করে ছাত্র-ছাত্রীদের সাথে পরিচয় শেষে তাদের মেধা যাচাইয়ে প্রশ্ন করেন এবং দীর্ঘমেয়াদী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার ক্ষতি কিভাবে কাটিয়ে ওঠা যায় সে বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম