হাইমচর (চাঁদপুর): ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরের হাইমচরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সকাল ১০টায় হাইমচর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ ও উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুর হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা নাজনীন তৃষা। সঞ্চালনায় ছিলেন হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ।
এসব অনুষ্ঠানে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সভাপতি উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ জসিম উদ্দীন (আকাশ), মৎস্য চাষি ও মৎস্যজীবীগণ উপস্থিত ছিলেন।
কার্প জাতীয় মাছের মিশ্র চাষ উৎপাদনে সফল জুয়াহের লাবিব, চাঁদপুর ও একুরিয়াম ফিস উৎপাদনে সফল নাঈম পাঠানকে সফল মৎস্য চাষী হিসেবে পুরস্কৃত করা হয় এবং সনদপত্র প্রদান করা হয়। ৩০ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
ফম/এমএমএ/