হাইমচর (চাঁদপুর): চাঁদপুরের হাইমচর উপজেলায় শিক্ষা * সম্প্রীতি * মানবতা, “দেশ ও প্রবাসীর ভ্রাতৃত্বের বন্ধন” এই প্রতিপাদ্যে শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন বন্ধু মহল স্পোর্টিং ক্লাব-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) উপজেলার উত্তর আলগী ইউনিয়নের আঃ রহমান চেয়ারম্যানের বাড়ির সামনে সংগঠনের কার্যালয়ে সমাজসেবক মোঃ মঈনুল ইসলাম বাদশা হাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।
তিনি বলেন, সামাজিক সংগঠনের মাধ্যমে একটি এলাকায় সামাজিক বন্ধন তৈরী হয়। আসলে আমাদের কারো পক্ষেই একা সমাজের কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সম্ভব হয়না। একটি সামাজিক সংগঠনের মাধ্যমে এলাকার যে সকল সমস্যা রয়েছে। সেই সমস্যা গুলোর দ্রুত সমাধান করা খুবই সহজ হয়। যেমন অসহায়দের সহযোগিতা, গরিব ও অসহায় মেধাবীদের শিক্ষার্থী পাশে দাঁড়ানো, বাল্যবিবাহ প্রতিরোধ করা, শিক্ষার্থীদের খেলাধুলায় মনোযোগী করা। আমরা সকলে সকলের জায়গা থেকে সচেতন হলে এই সমাজের সকল সমস্যা দূর করা সহজ হবে। তাই আমি আশাকরি এই সংগঠনের নেতৃবৃন্দ সমাজের সমস্যাগুলো নিয়ে কাজ করবে এবং অসহায়দের পাশে দাঁড়াবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদল নেতা দিদারুল ইসলাম জমদার, উপজেলা সেচ্ছাসেবক দল যুগ্ন আহবায়ক মোঃ বোরহান মুন্সী, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মিলাদ মাঝি, উত্তর আলগী ইউনিয়ন যুবদল নেতা জাহাঙ্গীর আখন, সমাজসেবক মোঃ মফিজ গাজী, মোঃ মুন্সুর আহম্মেদ মিজি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন, উপজেলা মৎস্য দলের সাধারণ সম্পাদক মো. জুয়েল, সমাজসেবক মোঃ নজির গাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতারা।
ফম/এমএমএ/