হাইমচরে বখাটের ইটের আঘাতে মাথা ফাটল স্কুল ছাত্রীর

হাইমচর (চাঁদপুর): চাঁদপুরের হাইমচরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রকাশ্য রাস্তার উপর সহপাঠিদের সামনে ইটের আঘাতে মাথা পাটিয়ে গুরুতর আহত করেছেন দশম শ্রেণির শিক্ষার্থী নুসরাত আক্তার (১৬) কে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত  অবস্থায়  শিক্ষার্থীকে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়।
মঙ্গলবার (২৬ জুলাই ) উপজেলার উত্তর আলগী গ্রামের ছৈয়ালমোড় (মসজিদ বাড়ি) এলাকায়  এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানাগেছে, উত্তর আলগী গ্রামের বাসিন্দা আলমগীর পাটওয়ারীর মেয়ে নুসরাত আক্তার (১৬) দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিনের ন্যায় বাড়ী হতে স্কুলে আসার পথে উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের এর ছৈয়ালমোড়( মসজিদ বাড়ী) সিরাজ পাটওয়ারী স-মিল সংলগ্ন সড়কে বিদ্যালয়ে আসার পথে দক্ষীন নয়ানী গ্রামের আব্দুর রহমান  তালুকদার এর  বখাটে যুবক হাবিব তালুকদার(২৫) ও তার সহযোগীরা মিলে ছাত্রীকে অশ্লীল ভাষায় কথা বলে এবং প্রেমের প্রস্তাব দেয়। এসময় শিক্ষার্থী রাজি না হয়ে প্রতিবাদ করায় বখাটে পাশে থাকা কাঠের টুকরো ও ইট দিয়ে এলোপাতাড়ি জখম করে। একপর্যায়ে মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হয়ে শিক্ষার্থী রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক জানান, শিক্ষার্থীর শরীরে বিভিন্ন স্থানে আঘাত সহ মাথায় জখম হয়েছে। রোগীর অবস্থা আশংকাজনক, চিকিৎসা চলছে।
খবর পেয়ে বিদ্যালয় শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যগন বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিয়েছে।
আহত শিক্ষার্থী নুসরাত আক্তার বলেন, আমি প্রতিদিনের ন্যায় স্কুলে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে রওনা দেই। রাস্তায় আমাকে প্রায় সময় হাবিব, আলামিনসহ ৫-৬জন পথে বিরক্ত করে। আমাকে কুপ্রস্তাব দিলে আমি রাজি হই না, তাদের প্রতিবাদ করি। একপর্যায়ে আমাকে চড়,থাপ্পড় মারতে থাকে। পরে কাঠ ও ইট দিয়ে মাথায় আঘাত করলে আমি মাটিতে লুটিয়ে পড়ি । আমার মাথা থেকে প্রচুর রক্তক্ষরন হয়। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
হাইমচর থানার অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন জানান, বখাটে কর্তৃক শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় প্রকৃত অপরাধীদের কে আটক করার লক্ষ্য আমাদের অভিযান অব্যহত রয়েছে। আহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে এখনোও থানায় কোনো মামলা করা হয়নি।
ফম/এমএমএ/

মো. মহসিন মিয়া | ফোকাস মোহনা.কম