হাইমচরে নোংরা পরিবেশে খাবার তৈরী, দুই বেকারিকে জরিমানা

চাঁদপুর: চাঁদপুরের হাইমচরে নোংরা পরিবেশে খাবার তৈরীর দায়ে দুই বেকারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার আলগী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফয়সাল।

একই স্থানে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

তিনি বলেন, আজ হাইমচর উপজেলার আলগী বাজারে হাইমচর উপজেলা প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরির দায়ে ভাই ভাই বেকারিকে উপজেলা প্রশাসন কর্তৃক ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে মদিনা বেকারিকে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন হাইমচর থানা পুলিশের একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম