হাইমচরে দৃষ্টি প্রতিবন্ধী অসহায় লিটনের পাশে আল-ইসলাম সমাজকল্যাণ পরিষদ

হাইমচর (চাঁদপুর): চাঁদপুরের হাইমচরে অসহায় দৃষ্টি প্রতিবন্ধী লিটন মোল্লা ও অসচ্ছল অসহায় সেকান্তর সরদারের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে পাশে দাড়িয়েছেন আল-ইসলাম সমাজ কল্যাণ পরিষদ। গত ১১ জানুয়ারি উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে এই অসহায় দুটি পরিবারের মানবেতর জীবনের চিত্র সাংবাদিকদের চোখে পড়ে। প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু লিটন মোল্লার মানবেতর জীবনযাপন উল্লেখ করে একটি ভিডিও পোস্ট দেন সামাজিক যোগাযোগ ফেসবুকে। ঐ পোস্টটি আল ইসলাম সমাজ কল্যান পরিষদের নজরে পরলে।
তারা সোমবার ১৬ জানুয়ারি লিটন মোল্লা ও সেকান্তর সরদারের বাড়িতে গিয়ে তাদের উভয় পরিবারে ২ মাসের খাবার, চাল, ডাল, তেল, পেয়াজ, আলু, মোরগ, কাচা বাজার, শুকনো খাবারসহ নগদ আর্থিক অনুদান প্রদান করেন।
এসময় সংগঠনের আহ্বায়ক ডেন্টিষ্ট মোঃ নান্টু হোসেন (নয়ন) মৃধা ও পরিচালক মনির গাজী বলেন, আমারা উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের ফেসবুক আইডির মাধ্যমে জানতে পারি এই দুইজন অসহায় মানুষের বিষয়ে। পরে আমাদের আল-ইসলাম সমাজ কল্যাণ পরিষদ সংগঠনের নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে এই দুইটি অসহায় পরিবারকে আমরা খাবার, চাল, ডাল, তেল, পেয়াজ, আলু, মোরগ, কাচা বাজার, শুকনো খাবারসহ নগদ আর্থিক অনুদান প্রদান করি। আমাদের লক্ষ উদ্দেশ্য হলো সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কে সহযোগিতা করা। এই অসহায় মানুষ গুলোর জন্য আমাদের সহযোগিতা সব সময় থাকবে।
ইউপি সদস্য মোঃ পারভেজ হাওলাদার বলেন, উপজেলা প্রেসক্লাব কে প্রথমেই আমি ধন্যবাদ জানাই কারন তারা প্রথমে আমার ওয়ার্ডে এই দুইজন অসহায় পরিবার কে কম্বল দিয়েছেন। এবং ধন্যবাদ জানাই আল-ইসলাম সমাজ কল্যাণ পরিষদ কে এই অসহায় পরিবারে মাঝে খাদ্য সামগ্রীসহ নগদ অর্থ দিয়ে তাদের পাশে থাকার জন্য। আমি আশাকরি এই সংগঠনের মতো সকল সামাজিক সংগঠন গুলো অসহায় মানুষের পাশে দাড়িয়ে তাদের কে সহযোগিতা করবে।
উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ সাহেদ হোসেন দিপু পাটোয়ারী বলেন, আমরা এই চরভৈরবী ইউনিয়নের ৪নং ওয়ার্ড দুর্গম এলাকায় অসহায় দরিদ্র এই দুইজনকে কম্বল বিতরণ করতে এসে দেখি তাদের অবস্থা খুবই খারাপ পরে আমি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করি। সেই পোস্ট দেখে আল-ইসলাম সমাজ কল্যাণ পরিষদ এই দুজন অসহায় পরিবারের পাশে দাড়িয়েছেন। এবং বিভিন্ন খাদ্যসহ নগদ অর্থ সহযোগিতা করেন। আমরা উপজেলা প্রেসক্লাব সব সময় অসহায় মানুষের পাশে আছি তাদের সমস্যা গুলো আমরা মিডিয়া মাধ্যমে প্রকাশ করে যাবো।
এসময় উপস্থিত ছিলেন, সম্মানিত উপদেষ্টা হাজী মোঃ জিল্লুর রহমান মামুন গাজী, সদস্য সচিব মোঃ তানভীর গাজী, মোঃ জিয়া গাজী, প্রবাসী মাসুদ গাজী, সিঃযুগ্ন আহবায়ক মোঃ হাবিব গাজী, দেলোয়ার হোসেন(দেলু)গাজী, সুমন বরকন্দাজ, মিয়াজী মেহেদী হাসান, সৈকত গাজী,  সাইফুল মৃধা, সোহান, জনা গাজীসহ সংগঠনের অন্যান নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম