চাঁদপুর: চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে ট্রলারে পরিবহনের সময় ১ হাজার ৫০০ কেজি (৩৭.৫মণ) জাটকা জব্দ করেছে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড।
বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে ওই এলাকায় অভিযান পরিচালনা করে এসব জাটকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানাগেছে, বুধবার ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (প্রথম সংশোধিত) এবং রাজস্ব এর আওতায় বাংলাদেশ কোস্ট গার্ড এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর চাঁদপুর সদরের যৌথ উদ্যোগে হাইমচরের চরভৈরবী সংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিবহনরত ট্রলার হতে ১৫০০ কেজি জাটকা জব্দ করা হয়।
জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, গরিব ও দুস্থ ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম চাঁদপুর ইলিশ প্রকল্পলের ক্ষেত্র সহকারী মোঃ জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার এম শফিকুল ইসলামসহ কোস্ট গার্ডের অন্যান্য সদস্যরা।
ফম/এমএমএ/