চাঁদপুর: চাঁদপুরের হাইমচরে মাছ ধরার নিষিদ্ধ ও অবসর সময়ে জেলেদেরকে বিকল্প কর্মসংস্থান তৈরীর লক্ষ্যে জেলেদের মাঝে গবাদি পশু বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ২০২৩-২৪ অর্থ বছরে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (প্রথম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলায় নিবন্ধিত জেলেদের মাঝে দ্বিতীয় ধাপের ১৬টি গরুর বকনা বাছুর বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান, হাইমচর উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা, হাইমচর, হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাহবুব রশীদ, সহকারী মৎস্য কর্মকর্তা (ইলিশ প্রকল্প) এসএম মুশফিকুর রহমান, হাইমচর উপজেলা মৎস্য অফিসরে ক্ষেত্র সহকারী (ইলিশ প্রকল্প) ইজাজ মাহমুদসহ স্থানীয় জেলে প্রতিনিধি এবং সুফল ভোগী মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/